অশ্বিন ওয়ানডে-টি-টোয়েন্টির অযোগ্য

খেলাধুলা

ভারতের বিশ্বকাপজয়ী সাবেক তারকা অলরাউন্ডার যুবরাজ সিং বলেছেন, রবিচন্দ্রন অশ্বিন দারুণ বোলার, কোনো সন্দেহ নেই। তবে মনে হয় না এ মুহূর্তে ও ওয়ানডে ও টি-টোয়েন্টিতে খেলার যোগ্য।

ভারতের হয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ৪০২ ম্যাচে অংশ নেন যুবরাজ সিং। ব্যাট হাতে ১৭টি সেঞ্চুরি আর ৭১টি ফিফটির সাহায্যে সংগ্রহ করেন ১১ হাজার ৭৭৮ রান। আর বল হাতে শিকার করেন ১৪৮ উইকেট।

৪২ বছর বয়সি সাবেক এই তারকা ক্রিকেটার সম্প্রতি কলকাতায় নিজের একাডেমির উদ্বোধন করতে গিয়ে বলেন, ‘অশ্বিন দারুণ বোলার, কোনো সন্দেহ নেই। তবে মনে হয় না এই মুহূর্তে ও ওয়ানডে, টি-টোয়েন্টিতে খেলার যোগ্য। বল হাতে ও দারুণ কার্যকরী। তবে ব্যাটার এবং ফিল্ডার হিসাবে কী অবদান রয়েছে ওর? টেস্টে অবশ্যই ওকে রাখা উচিত; কিন্তু সাদা বলের ক্রিকেটে মনে হয় না, ও জায়গা পাওয়ার দাবিদার।’

রবিচন্দ্রন অশ্বিন ভারতের হয়ে টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি মিলে ইতোমধ্যে ২৭৬ ম্যাচে অংশ নিয়ে বল হাতে শিকার করেছেন ৭১৮ উইকেট। আর ব্যাট হাতে ৫টি সেঞ্চুরি আর ১৫টি ফিফটির সাহায্যে সংগ্রহ করেন ৪ হাজার ৮৪ রান।