হঠাৎ চীনের বিখ্যাত ভবন আর্জেন্টিনার রঙে রঙিন হয়ে উঠল! (ভিডিও)

আন্তর্জাতিক

এক সপ্তাহ পূর্ণ হয়েছে আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ের। তবু এ নিয়ে উৎসব-উন্মাদনা থামার জো নেই।

২৮ বছর পর কাঙ্ক্ষিত শিরোপা এসেছে আলবিসেলেস্তেদের ঘরে, উদযাপনটা একটু বেশি হতেই পারে।

তবে মেসিদের এই কোপা জয়ের আনন্দের উন্মাদনা পৌঁছে গেছে সুদূর চীনেও। শুক্রবার অভিনব এক প্রকার উদযাপনে মাতল চীনের বাণিজ্যিক শহর সাংহাই।

শহরের বিখ্যাত বাণিজ্যিক ভবনটি হঠাৎই আর্জেন্টিনার রঙে রঙিন হয়ে উঠল! রাতের আঁধারে আর্জেন্টিনার আকাশি-সাদার রঙে ফুটে উঠল সাংহাইয়ের এক্সপো এক্সিস ভবনে।

শুধু কি তাই, ভবনের বিশাল দেয়ালে নাম উঠল আর্জেন্টিনা দলের অধিনায়ক লিওনেল মেসির নাম ও তার ১০ নম্বর জার্সি। ভবনের বিশাল বিশাল দেয়ালে ভেসে উঠল কোপা আমেরিকা বিজয়ী অধিনায়কের উজ্জ্বল মুখচ্ছবি।

মূলত ভবনের দেয়ালে দেয়ালে আর্জেন্টিনার পতাকা ও মেসির ছবি ভেসে ওঠার পুরো প্রক্রিয়াটিই ছিল লেজার লাইট শো।

সাংহাইয়ের স্থানীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, নয়নাভিরাম এই লাইট শো দেখতে শুক্রবার রাতে ১০ হাজারের বেশি মানুষ জড়ো হয়েছিল।

এদিকে লাইট শোটি যে যার মোবাইল ফোনে ধারণ করে টুইটার, ওয়েইবতে ছড়িয়ে দিয়েছে রাতেই, যা ফেসবুকেও এখন ভাইরাল।

দেখুন সেই লাইট শো—