ঈদ ধারাবাহিকে নাজনীন চুমকী

বিনোদন

অভিনেত্রী, নাট্যকার ও নির্দেশক হিসেবে পরিচিত নাজনীন হাসান চুমকী। তবে করোনাকালে অন্য অনেকের মতোই অভিনয়ে অনিয়মিত তিনি। এ ছাড়া উচ্চতর গবেষণা কাজের সঙ্গে সংযুক্ত থাকার কারণেও অভিনয়ে সময় কম দিচ্ছেন এই অভিনেত্রী।

ঠিক এমন পরিস্থিতিতে আগামী ঈদের একটি নাটকে অভিনয় করেছেন চুমকী। নাটকটির নাম ‘বড় মিয়ার শাদী মোবারক’। রিজওয়ান খানের রচনায় এটি পরিচালনা করেছেন কায়সার আহমেদ। ৭ পর্বের এই নাটকটি প্রচার হবে মাছরাঙা টিভিতে। 

এতে অভিনয় প্রসঙ্গে চুমকী বলেন, নানা কারণে এখন অভিনয় করছি না বললেই চলে। তার পরও এই নাটকটির গল্প ও চরিত্রের কারণে এতে অভিনয় করেছি। ঈদের উপযোগী গল্পের এ নাটকটি দর্শকদের ভালো লাগবে বলে মনে করছি।

মিডিয়ার কাজের পাশাপাশি তিনি একাডেমিক গ

বেষণায় সময় দিচ্ছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে পিএইচডি করছেন।

এদিকে বিটিভির দীর্ঘ ধারাবাহিক নাটক ‘জিন্দাবাহার’-এ ঘসেটি বেগমের চরিত্রে অভিনয় শুরু করেছেন। ইতিহাসভিত্তিক গল্প নিয়ে নাটকটি নির্মাণ করছেন ফজলে আজিম জুয়েল। এ ছাড়া নাসিরউদ্দিন ইউসুফের নির্দেশনায় ঢাকা থিয়েটার ও দেশ নাটকের যৌথ প্রযোজনায় ‘পেণ্ডুলাম’ নামের একটি নতুন মঞ্চ নাটকের মহড়া করছেন এ অভিনেত্রী। নাটকটি চলতি বছরেই মঞ্চে আসবে বলে জানা গেছে। আরও কয়েকটি মঞ্চ নাটকে নিয়মিত অভিনয় করছেন তিনি। প্রসঙ্গত ‘ঘানী’ নামের চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান চুমকী।