খেলেই বুঝেছি তিনশতাধিক রান করা সম্ভব কিন্তু বাংলাদেশ তা করতে পারেনি বললেন শ্রীলংকান অধিনায়ক

খেলাধুলা

বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের মিশন শুরু করেছে শ্রীলংকা। নিজেদের প্রথম ম্যাচে দাপুটে জয়ের পর লংকান অধিনায়ক দাসুন শানাকা স্বস্তি প্রকাশ করেছেন। 

শানাকা বলেন, বাংলাদেশ যে স্কোর করেছে তার চেয়ে এটা ভালো পিচ। কারণ আমারা এখানে শ্রীলংকান প্রিমিয়ার লিগের ম্যাচ খেলেই বুঝেছি এই উইকেটে তিনশতাধিক রান করা সম্ভব। কিন্তু বাংলাদেশ তা করতে পারেনি। এই জয় শ্রীলংকা ক্রিকেটের জন্য এটা ভালো লক্ষণ।

বৃহস্পতিবার শ্রীলংকার পাল্লেকেল্লে স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ৪২.৪ ওভারে ১৬৪ রানেই অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে ১২২ বলে সাতটি বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ৮৯ রান করেন নাজমুল হোসেন শান্ত। 

টার্গেট তাড়া করতে নেমে ৬৬ বল হাতে রেখে ৫ উইকেটের জয় পায় শ্রীলংকা। দলের জয়ে ৯২ বলে ৬২ রানের অপরাজিত ইনিংস খেলেন আসালঙ্কা। এছাড়া ৭ ৭ বলে ৫৪ রান করেন সামারাবিক্রমা।