কোপা আমেরিকায় গোল্ডেন বুট হয়তো মেসির ভাগ্যেই

খেলাধুলা

এবারের কোপা আমেরিকার শিরোপাটা যেন নিজের করে নিতে চাইছেন লিওনেল মেসি। আসরের প্রথম ম্যাচ থেকেই দুর্দান্ত তিনি। নিজে গোল করছেন, অন্যকে দিয়ে করাচ্ছেন। ফ্রি কিকে মনোমুগ্ধকর এক গোল দিয়েছেন।

তার কর্নার কিকগুলোও প্রতিপক্ষ শিবিরে কাঁপন ধরিয়ে দিচ্ছে। আজ (বুধবার) সকালে সেমিফাইনাল জয়ের মহানায়ক গোলরক্ষক মার্টিনেজ হলেও মূল ম্যাচে লিড এনে দেওয়া গোলে রয়েছে মেসিরই অবদান।

এর আগে পাঁচ ম্যাচে চারটিতেই ম্যাচসেরা হয়েছেন তিনি। অধিনায়কোচিত পারফরম্যান্স দিয়ে বলতে গেলে একাই দলকে টেনে নিয়ে যাচ্ছেন।

এমন সব দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কোপা আমেরিকায় এক ইতিহাস গড়ে ফেললেন মেসি।

অ্যাসিস্টের রেকর্ড গড়লেন তিনি, যা লাতিন আমেরিকার আর কোনো ফুটবলারের নেই।

বুধবারের ম্যাচের সপ্তম মিনিটে দূর থেকে পাওয়া বল নিয়ে মেসি দ্রুতগতিতে ঢুকে পড়েন কলম্বিয়ার ডি-বক্সে। গোলপোস্টের খুব কাছাকাছি গিয়েও গোলের চেষ্টা করেননি।

কলম্বিয়ার দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে কাট ব্যাক পাস দেন ডি-বক্সে অরক্ষিত স্থানে দাঁড়িয়ে থাকা লাউতারো মার্তিনেজকে। মুহূর্তেই তা জালে জড়িয়ে দেন ইন্টার মিলান ফরোয়ার্ড।

আর অ্যাসিস্ট দিয়েই কোপায় রেকর্ড গড়ে ফেললেন আর্জেন্টাইন অধিনায়ক।

এ নিয়ে চলতি কোপায় ৫টি গোলে অ্যাসিস্ট করলেন মেসি, যা শতবর্ষী এই টুর্নামেন্টটির সর্বোচ্চ। এর আগে ৪টি অ্যাসিস্ট ছিল কোপার রেকর্ড। গোল করেছেন ৪টি। এমন পারফরম্যান্সের ফল হিসেবে চলতি কোপা আমেরিকায় গোল্ডেন বুট হয়তো তার ভাগ্যেই জুটতে যাচ্ছে।