জুডো ক্লাসে ২৭ বার আছাড়, বালকের মৃত্যু

আন্তর্জাতিক দুর্ঘটনা

তাইওয়ানে জুডো প্রশিক্ষণ চলাকালে ২৭ বার আছাড় খাওয়া সেই সাত বছর বসয়ী বালকের মৃত্যু হয়েছে। চলতি বছরের ২১ এপ্রিল ক্লাস চলাকালে প্রশিক্ষক আর কয়েকজন শিক্ষার্থী ওই বালককে দিয়ে আছাড় প্রাকটিস করার সময় সে মস্তিষ্কের রক্তক্ষরণের শিকার হয়।

পরবর্তীতে কোমায় চলে যাওয়ার পর তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। নীতিগত কারণে ওই ছাত্রের নাম প্রকাশ করা হয়নি।

৭০ দিন পর ছেলেটির বাবা-মা তার লাইফ সাপোর্ট খুলে ফেলার সিদ্ধান্ত নেন বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

ছেলেটির ৬০ বছর বয়সী প্রশিক্ষকের বিরুদ্ধে শারীরিক আক্রমণের মাধ্যমে মারাত্মক জখম করার অভিযোগ আনা হয়েছে বলে স্থানীয় সংবাদ মাধ্যম তাইপে টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে। ঘটনার পর আটক ওই প্রশিক্ষক চলতি মাসেই জামিন পেয়েছেন।

তবে ওই বালকের মৃত্যুর পর প্রশিক্ষণের বিরুদ্ধে জখমের মাধ্যমে হত্যার অভিযোগ আনা হবে। দোষি প্রমাণিত হলে সাত বছর থেকে আজীবনের কারাদণ্ড হতে পারে তার।

এদিকে বালকের মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই শোক প্রকাশ করেছেন। কেউ কেউ প্রশিক্ষকের কঠোর শাস্তি দাবি করেছেন।