জেলে যেতে হয়েছে যেসব তারকাকে

খেলাধুলা

ভদ্রলোকের খেলা ক্রিকেটে অনেক তারকাকে বিভিন্ন অপরাধে জেল খাটতে হয়েছে। এ তালিকায় সর্বশেষ সংযোজন নেপালের তারকা সন্দ্বীপ লামিছানে।

নেপালের এই তারকা ধর্ষণ মামলায় অভিযুক্ত প্রমাণিত হলে তাকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন কাঠমান্ডুর জেলা আদালত।

জেল খাটার তালিকায় আছেন ভারতের বিনোদ কাম্বলি, দক্ষিণ আফ্রিকার মাখায়া এনটিনি, পাকিস্তানের ওয়াসিম আকরাম। 

ভারতের সাবেক ক্রিকেটার নভজোৎ সিং সিধু ১৯৮৮ সালে সড়ক দুর্ঘটনার জের ধরে এক বৃদ্ধের সঙ্গে ঝগড়া করে জেলে যান। 

১৯৯৩ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে পাকিস্তানের অধিনায়ক ওয়াসিম আকরাম গ্রেফতার হন। সেই সময়ে গ্রেফতার হয়েছিলেন ওয়াকার ইউনুস, আকিব জাভেদ ও মুশতাক আহমেদ। 

২০১৫ সালের বিশ্বকাপের আগে প্রেমিকার করা অভিযোগে আটক হয়েছিলেন পেসার রুবেল হোসেন। পরে অবশ্য সেই অভিযোগ তুলে নেওয়া হয়েছিল। একই কারণে ২০১৭ সালে গ্রেফতার হয়েছিলেন বাঁহাতি স্পিনার আরাফাত সানি।

২০১৫ সালের সেপ্টেম্বরে গৃহকর্মী হ্যাপিকে নির্যাতনের অভিযোগে দুই মাস জেল খাটেন সাবেক পেসার শাহাদত হোসেন। 

২০০৭ সালে বাংলাদেশের প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ান মেহরাব হোসেন অপি গ্রেফতার হয়েছিলেন। অপির প্রথম স্ত্রী সাদিয়া হোসেন রুমনির মামলায় গ্রেফতার হয়েছিলেন অপি।

২০১৭ সালে ব্রিস্টলে এক পানশালার বাইরে মারামারিতে জড়িয়ে পড়েছিলেন ইংলিশ তারকা বেন স্টোকস। 

ক্রিকেট থেকে রাজনীতিতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী হওয়া পাকিস্তানের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক পাকিস্তানের ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান। গত বছরের ৯ মে প্রথম দফার গ্রেফতার হন ইমরান। পরে ৫ আগস্ট গ্রেফতার হন দ্বিতীয় দফায়।