টাঙ্গাইল জেলার নামকরণ

উদ্যোক্তা পপি সরকার

টাঙ্গাইল নামের উৎপত্তির একদম সঠিক বিশ্লেষণ এখনো কোথাও পাওয়া যায়নি। ঘটনা, কাল, মানুষের মুখের মতবাদ মিলিয়ে একেকটা সময় একেক ভাবে পরিবর্তিত হয়েছে। ১৭৭৮ সালে রেনেল এর প্রকাশিত মানচিত্রে ঠিক যেখানে টাঙ্গাইল সেই জায়গা কে আতিয়া বলে উল্লেখ করা। আথারো ও ঊনিশ শতকের মধ্যভাগ পর্যন্ত এই অঞ্চল আতিয়া নামেই অভিহিত ছিলো৷ ১৮৬৬ সালের আগে টাঙ্গাইল নামের কোন স্বতন্ত্রতা ই পাওয়া যায়নি৷ টাঙ্গাইল নাম প্রথম পরিচিত লাভ করে মহকুমা সদর দফতর আতিয়া থেকে ১৫ নভেম্বর ১৮৭০ সালে৷

টাঙ্গাইল জেলার নামকরণ নিয়ে রয়েছে বহু মতভেদ। এর মাঝে কিছু মতভেদ আছে এমন যে ব্রিটিশ শাসনের শুরুতে আকুর তাকুর ও শাহবালিয়া মৌজার মাঝের কিছু এলাকায় টেংগু সাহেবের নীল চাষের কারখানা ছিলো এই দুই মৌজার ঠিক সীমানা বরাবর টেংগু সাহেব যাতায়াত এর জন্য উঁচু করে আইল দিয়েছিলেন। যা স্থানীয় লোকেরা টেংগু সাহেবের আইল বলে অভিহিত করেন। এই জায়গা টি থেকে টাংগাইল নামকরন হতে পারে। রূপান্তর এমন হতে পারেঃটেঙ্গুআইল>টেঙ্গআইল>টাঙ্গাআইল>টাঙ্গাইল

আবার অন্য মতবাদে জানা যায় ১৮৬৯ খ্রিস্টাব্দে তৎকালীন সরকারের আদেশ অনুযায়ী পারদীঘুলা মোয়জায় টান-আইল সদর থানার স্থাপন করা হয়, যা গত শতাব্দীতে টাংগাইল এ পরিবর্তন হয়েছে।

এমন ও শোনা যায় টান অর্থ উঁচু এবং টাংগাইল জেলা প্রাচীনকাল থেকে ই উঁচু ভুমি ছিলো সাথে কৃষির সমন্বয় ও ছিলো এ জায়গায়, আর আইল শব্দ সরাসরি জমির সাথে যুক্ত। তাই এ অঞ্চল কে আগে টান আইল বলা হতো৷ ধারণা করা হয় এই টান-আইল সময়ের সাথে পরিবর্তিত হয়ে টাঙ্গাইল হয়েছে,টান-আইল > টানাইল > টাংআইল > টাঙাইল > টাঙ্গাইল

বাংলাদেশ আদমশুমারী রিপোর্ট সূত্রে জানা যায়, দাক্ষিণাত্যে মালাবার সমুদ্রপকূল এলাকায় মোকলা নামে এক জাতি বাস করতো৷ তারা ছিলো আরব বণিকদের বংশধর এবং এই অঞ্চলের মেয়েদের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হতো৷ এই মোকলাদের মাঝে আরা ক্ষমতাধর ছিলো সেইসব ধর্মীয় নেতাদের তাংগাইল বলা হতো৷ অনেকের ধারণা এই ধর্মীয় নেতাদের নামানুসারে পরবর্তীতে টাঙ্গাইল নামকরণ করা হয়৷

তবে হ্যা, এটা দেখা যায় যে টাংগাইল জেলায় বিভিন্ন এলাকার নামের জন্য আইল শব্দ টি খুব প্রচলিত যেমন ঘাটাইল, বাসাইল, নিকরাইল ইত্যাদি। অনেকের ই ধারণা এই যে এইসব এলাকার নামের এসব আধিক্য যার কারণে সব কিছুর সামঞ্জস্যতায় বিভিন্ন ঘটনাপ্রবাহে এ এলাকার নাম হয় টাঙ্গাইল। আসলে এখানে কোন সত্যতা নেই কিছুর ই বিভিন্ন সময়ের ঘটনা প্রবাহে নামের প্রচলিত কাহিনীর রকমফের দেখা দেয়৷ তবে হ্যা, টাঙ্গাইল বানান বলতে যেটা বোঝায় তা টাঙ্গাইল এবং টাংগাইল দুই ভাবেই ব্যবহৃত হয় সরকারি বেসরকারি সংস্থায়।

লেখক : স্বত্বাধিকারী, ইপ্পি শপিং