টিকটক মালিকের আয় একবছরে বেড়ে দ্বিগুণ

অর্থনীতি

স্মার্ট-হিট ভিডিও অ্যাপ টিকটকের মালিকানা চীনা সংস্থা বাইটড্যান্স গত বছরে দ্বিগুণ উপার্জন করেছে বলে একটি মেমোতে প্রকাশ পেয়েছে। ২০২০ সালে তাদের রাজস্ব এক লাফে ১১১ শতাংশ বেড়ে ৩৪ দশমিক ৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বরাতে জানা যায়, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ একটি মেমো প্রকাশ করার পর দেখা যায়, ২০২০ সালে তাদের রাজস্ব এক লাফে ১১১ শতাংশ বেড়ে ৩৪ দশমিক ৩ বিলিয়ন ডলারে (২৪ দশমিক ৭ বিলিয়ন পাউন্ড) পৌঁছেছে।

মেমোটিতে আরো দেখা যায়, গত বছরের ডিসেম্বরে সারা বিশ্বে এই প্ল্যাটফর্মে মাসিক ১ দশমিক ৯ বিলিয়ন সক্রিয় ব্যবহারকারী ছিল। এছাড়াও বাইটড্যান্সের বার্ষিক মূল লভ্যাংশ ৯৩ শতাংশ বেড়ে ১৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। তবে একই সময়ে তাদের ৪৫ বিলিয়ন ডলার নেট ক্ষতিও হয়েছে।

টিকটকের ব্যাপক জনপ্রিয়তা প্রমাণ করে যে যুক্তরাষ্ট্র ও চীনসহ বিভিন্ন দেশের সরকার টিকটকের ব্যাপারে সূক্ষ্ম বিশ্লেষণ করেছে। চলতি মাসেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি নির্বাহী আদেশ জারি করেছেন যেখানে চীনা অ্যাপগুলোকে ব্যবহারকারীদের ডেটা সুরক্ষিত রাখার জন্য চাপ দেয়া হবে।