ট্রোলের শিকার কোহলিরা

খেলাধুলা

এই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের আগেই বিদায় নিল ভারত। টুর্নামেন্টের সপ্তম আসরে গ্রুপপর্ব থেকেই বাদ পড়ে যায় বিরাট কোহলির নেতৃত্বাধীন দলটি। 

রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে আফগানিস্তান হেরে যাওয়ায় ভারতের বিদায় নিশ্চিত হয়ে যায়।

সেমিফাইনালের আগে বিদায় হয়ে সমালোচনার মুখে পড়েছে ভারত। 

পাকিস্তানের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকেট পাকিস্তান টুইটারে লেখে, এখন কেমন লাগছে ভারতীয় সমর্থকরা?

বিশ্বকাপ থেকে ভারতের বিদায় নিশ্চিত হওয়ার পর ইংল্যান্ডের সমর্থক গোষ্ঠী বার্মি আর্মি রোববার টুইটারে অধিনায়ক বিরাট কোহলির আগ্রাসী মেজাজের একটি ছবি পোস্ট করে টুইটারে লেখে, ‘চলে গেলেন কোহলি’।

বার্মি আর্মি পর্তুগালের সাবেক ফুটবলার জোসে মরিনহোর একটি ছবি পোস্ট করে ভারতের জাতীয় পতাকার ছবি দিয়ে ক্যাপশনে লিখে, ‘সত্যি বলতে আমি এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই না। আমি যদি কথা বলি, তাহলে আমি বড়সড় সমস্যায় পড়ে যাব।’