ঢাকা-খুলনা মহাসড়কে বাস চললেও নেই যাত্রী

বাংলাদেশ

টানা ১৭ দিন পর গণপরিবহণ বন্ধের পর বৃহস্পতিবার ভোর থেকে ঢাকা-খুলনা মহাসড়কে বিভিন্ন যানবাহন চলাচল শুরু হলেও নেই তেমন যাত্রী। তবে মহাসড়কে বেড়েছে পশুবাহী ট্রাকের সংখ্যা।

বিষয়টি নিশ্চিত করেছেন গোল্ডেন পরিবহনের দৌলতদিয়া ঘাট সুপারভাইজার আবুল কালাম আজাদ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বৃহস্পতিবার  ভোর থেকেই -খুলনা মহাসড়কে  বিভিন্ন যানবাহনসহ পশুবাহী ট্রাক চলাচল করতে দেখা গেছে।

গোল্ডেন পরিবহণের ঘাট সুপারভাইজার আবুল কালাম আজাদ বলেন, ১৭ দিন পর বাস চলাচল শুরু হয়েছে। তবে আর কয়েক দিন পরই কুরবানির ঈদ। এ ঈদে মানুষ তেমন বাড়ি আসে না। সরকারের এ কয়েক দিনের জন্য লকডাউন না তোলাই ভালো ছিল।  আমাদের যা ক্ষতি হওয়ার তাতো হয়েই গেছে, এখন শুধু বাচ্চাকাচ্চা নিয়ে মরা ছাড়া আর কোনো উপায় নেই বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

উল্লেখ, সরকার পাঁচটি নির্দেশনা দিয়ে গণপরিবহণ চলাচলের অনুমতি দিয়েছে। সেই নির্দশনা পরিবহণ  শ্রমিকরা মেনে চলছে কিনা সেটি দেখতে মহাসড়কে প্রশাসনকে টহল দিতে দেখা গেছে।