বাংলাদেশে করোনা টিকা সংকট সমাধানের আশ্বাস

কোভিড-১৯

বাংলাদেশের বিশাল জনসংখ্যার জন্য করোনা টিকা সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্র থেকে টিকা সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রভাবশালী নেতা কানেকটিকাটের গভর্নর নেড ল্যামন্ট।

কানেকটিকাটে অবস্থিত ফাইজার গ্লোবাল সদর দফতরের কেন্দ্রীয় গবেষণা বিভাগের সহায়তায় বাংলাদেশে বাণিজ্যিকভাবে ভ্যাকসিনের সহ-উৎপাদন ও ভ্যাকসিন সরবরাহের উপায় অনুসন্ধান করতেও সম্মত হন গভর্নর। সোমবার (১২ জুলাই) গভর্নরের বাসভবনে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলামের সঙ্গে বৈঠককালে তিনি এ আশ্বাস দেন।

এর আগে কানেকটিকাটের হার্টফোর্ড সিটিতে বাংলাদেশি আমেরিকানরা রাষ্ট্রদূতের সম্মানে একটি স্বাগত অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেখানে কংগ্রেসম্যান জন বি লারসন (ডেমোক্র্যাট-কানেকটিকাট), কংগ্রেস মহিলা জাহানা হেইস (ডেমোক্র্যাট-কানেকটিকাট), কানেকটিকাটের লেফটেন্যান্ট গভর্নর সুসান বাইসিউইচ, রাজ্য সিনেটর সৌদ আনোয়ার, ম্যানচেস্টার সিটি মেয়র জে মুরান, কানেকটিকাট ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ন্যান্সি ডিনার্ডো, বাংলাদেশি-আমেরিকান এবং মূলধারার রাজনৈতিক কর্মী মো. মাসুদুর রহমান, ডা. মেহেদী আনোয়ারসহ স্থানীয় কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনার সময় কংগ্রেস সদস্য লারসন এবং কংগ্রেসওমেন হেইস তাদের ব্যস্ততার মাঝেও বাণিজ্য, কোভিড-১৯-এ সাহায্য সমর্থন, মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসনসহ বিস্তীর্ণ অঞ্চলে বাংলাদেশ-মার্কিন সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার আশ্বাস দেন। তারা সবাই মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ এবং বাংলাদেশি প্রবাসীর আগ্রহের পক্ষে প্রচার চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারীর ক্ষমতায়নসহ বাংলাদেশের চলমান আর্থ-সামাজিক অগ্রগতিরও প্রশংসা করেছেন।