মুক্তির অপেক্ষায় লাভ-ট্রায়াঙ্গাল ড্রামা ‘সকাল বিকাল রাত্রি’

বিনোদন

মুক্তির অপেক্ষায় রয়েছে রেদওয়ানুল হক ফারদিন পরিচালিত লাভ-ট্রায়াঙ্গাল ড্রামা ‘সকাল বিকাল রাত্রি’।

ফ্রান্সভিত্তিক ব্রডকাস্টিং ও মিডিয়া কোম্পানি লে পয়েন্ট অরজিনালসের ব্যানারে নিজস্ব ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে। এছাড়াও একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে নাটকটি।   

হালের টিভিনাটকের জনপ্রিয় মুখ ইরফান সাজ্জাদ, তাসনুভা তিশা ও সামিরা খান মাহিকে নিয়ে তৈরি ত্রিমূখী প্রেমের রোমান্সে টইটুম্বর নাটকটি।

এর গল্প গড়ে উঠেছে একজন লেখক ও তার সম্পর্কের টানাপোড়েন নিয়ে। প্রচলিত ভালোবাসার নাটকের বাইরে গিয়ে নতুনভাবে ভালোবাসার সংজ্ঞা খোঁজার চেষ্টা করা হয়েছে এই নাটকে।

জনপ্রিয়তাই কি সব কিংবা বইয়ের জগতের বাইরে আসল জীবনের গল্প কি এর থেকেও বেশি বাস্তব? ভালোবাসায় ভালোলাগা ও দায়িত্ববোধের জায়গা কতটুকু? ভালোবাসায় ব্যর্থ হলে প্রতিশোধ-ই কি একমাত্র প্রতিকার? এসমস্ত চিরায়ত প্রশ্নের আধুনিক সংস্করণ দেখা যাবে ‘সকাল বিকাল রাত্রি’-তে।

আবদুর রেহমানের  চিত্রনাট্যে নাটকটির প্রযোজনায় রয়েছেন রাব্বানী খান কৌশিক। এর আর্ট ডিরেকশনে রয়েছেন হাসিবুর রহমান নাবিল ও ক্যামেরায় রয়েছেন আমীর হামজা।

ঢাকার উত্তরার আনন্দবাড়িতে নাটকটির শুটিং ও সম্পাদনার কাজ শেষ হয়েছে ইতোমধ্যে।