মেসি এখন ফ্রি এজেন্ট। তাকে বিনামূল্যেই নিতে পারবে যে কোনো দল। অর্থাৎ দলবদলে বার্সেলোনাকে দিতে হবে না বিপুল অংকের কোনো অর্থ। এ সুযোগ কে না লুফে নিতে চায়?
কিন্তু মেসি কোনো ক্লাবেরই লোভনীয় প্রস্তাব কানে নিতে চান না। যতোই লোভনীয় প্রস্তাব হোক বার্সাতেই থাকতে আগ্রহী তিনি। তাই বলে নিজের বেতন অর্ধেক হয়ে যাওয়ার পরও!
মেসি নাকি সেটাই করেছেন। প্রিয় ক্লাবের আর্থিক দৈন্যদশার কথা ভেবেই এমন প্রস্তাবে রাজি হয়েছেন মেসি।
আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, বার্সেলোনার সঙ্গে ৫ বছরের জন্য চুক্তি নবায়ন করতে যাচ্ছেন মেসি। আর এই চুক্তি নবায়ন মেসি ৫০ শতাংশ বেতন কমাতে রাজি হয়েছেন!
গোলডটকমে প্রতিবেদনে একই তথ্য দিয়েছেন মেসির বিশ্বস্ত সাংবাদিকদের একজন রুবেন উরিয়াও।
বার্সেলোনা ও মেসির মধ্যে চুক্তি নবায়নের প্রাথমিক সমঝোতা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্সেলোনাভিত্তিক স্প্যানিশ দৈনিক স্পোর্ত।
তারা লিখেছে, বার্সায় আরো পাঁচ বছর থাকবেন মেসি। চুক্তি এমন পর্যায়ে পৌঁছে গেছে যেখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব। আর মেসিও হাসিমুখে কম বেতনে খেলতে রাজি হয়েছেন।