চুরির অভিযোগে নিউজিল্যান্ডে এমপির পদত্যাগ

আন্তর্জাতিক

নিউজিল্যান্ডের সংসদে নির্বাচিত প্রথম শরণার্থী এমপি গোলরিজ ঘহরমন (৪৩)। তিনি দেশটির গ্রিন পার্টির একজন সংসদ-সদস্য এবং এই দলের ন্যায়বিচারের মুখপাত্র। 

গত বছরের শেষের দিকে বুটিক কাপড়ের দোকান থেকে তার বিরুদ্ধে তিনটি চুরির অভিযোগ আনা হয়। এর মধ্যে একটি অকল্যান্ডের একটি বিলাসবহুল পোশাকের দোকান থেকে এবং ওয়েলিংটনের একটি উচ্চমানের কাপড়ের খুচরা বিক্রেতার দুটি ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে অভিযোগগুলো আনা হয়েছিল। 

এবার চুরির অভিযোগের মুখে মঙ্গলবার পদত্যাগ করেছেন নিউজিল্যান্ডের এই এমপি।খবর বিবিসির 

এ বিষয়ে ঘহরমন জানিয়েছেন, ব্যক্তিগত চাপ এবং ট্রমার কারণে পদত্যাগ করেছেন তিনি। ঘহরমন ইরানে জন্মগ্রহণ করেছিলেন। শৈশবেই তিনি রাজনৈতিক আশ্রয়ের অধীনে শরণার্থী হিসাবে তার পরিবারের সঙ্গে নিউজিল্যান্ডে এসেছিলেন।  

সদ্য পদত্যাগ করা এই নারী এমপি দাবি করেছেন, কাজের মানসিক চাপ থেকে তিনি ‘এমনটি করেছেন যা তার নিজ চরিত্রের সঙ্গে সংশ্লিষ্ট নয়।’

তবে তার এ কাণ্ডে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। ৪২ বছর বয়সী সাবেক এই এমপি আরও জানিয়েছেন, তার ব্যবহার এমন ছিল যা একজন জনপ্রতিনিধির কাছ থেকে কেউ আশা করে না।