ড. ইউনূসকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে আসিফ নজরুল

বাংলাদেশ

প্যারিস থেকে দেশের মাটিতে পা রেখেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। চলমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে মনোনীত হয়েছেন তিনি। দুপুর ২টার কিছু পরে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন আলোচিত এই ব্যক্তি।  

এরইমধ্যে ড. ইউনূসকে স্বাগত বিমানবন্দরে উপস্থিত হয়েছে তিন বাহিনী প্রধান।  সেখানে আছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এছাড়া সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে সেখানে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক আসিফ নজরুল।

ছাত্র-জনতার গণবিক্ষোভের মাঝে গত সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। তার পদত্যাগে নজিরবিহীন তীব্র আন্দোলের মধ্য দিয়ে আওয়ামী সরকারের পতন হয়।  

এমন পরিস্থিতিতে ওই দিনই বিকেলের দিকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথা জানান সেনাপ্রধান ওয়াকার-ওজ-জামান। সোমবার সেনাপ্রধানের ডাকা বিশেষ সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের পাশাপাশি আসিফ নজরুলও ছিলেন।

বিরাজমান পরিস্থিতিতে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে আজ বৃহস্পতিবার রাত ৮টায় বঙ্গভবনে শপথ নিতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার।