দৌলতদিয়ায় বেড়েছে ব্যক্তিগত গাড়ি

বাংলাদেশ

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে খ্যাত দৌলতদিয়ায় ঢাকামুখী যাত্রীর ভিড় তেমন নেই; কিন্তু বেড়েছে  ব্যক্তিগত গাড়ির চাপ। ব্যক্তিগত গাড়িগুলো একটু অপেক্ষায় থেকে নদী পার হচ্ছে জরুরি পণ্যবাহী ট্রাকের সঙ্গে।

অন্যদিকে ফেরিতে ঢাকাফেরত যাত্রীদের চাপ তেমন একটা দেখা যায়নি।     

সরেজমিনে শনিবার বেলা ১২টার দিকে দৌলতদিয়া ৫নম্বর ফেরিঘাটে গিয়ে এমন চিত্র দেখা যায়।       

ঢাকামুখী যাত্রী রানা সেখ বলেন, জরুরি কাজের জন্য সকালে পথে পথে ভোগান্তি নিয়ে বাড়ি থেকে রওয়ানা হলে পুলিশ ভ্যানও অটোবাইককে আটকে দেয়। অনেক কষ্টে ভোগান্তি নিয়ে দৌলতদিয়া ঘাটে পৌঁছালাম। ঘাটে এসে দেখি ফেরি খালি রয়েছে, সেই সঙ্গে ফেরিতে  যাত্রীও তেমন নেই। তাই অনেকটা স্বাচ্ছন্দ্যে নদী পার হতে পারবো বলে তিনি জানান।   

বিআইডব্লিউটিসির দৌলতদিয়াঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) জামাল হোসেন  যুগান্তরকে বলেন, যাত্রীর চাপ একবারেই নেই,ছোট ব্যক্তিগত গাড়ি একটু রয়েছে।

তবে দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটের বহরে ১৬টি ফেরি থাকলেও বর্তমানে আটটি ফেরি চলাচল করছে। রাতে জরুরি  পণ্যবাহী ট্রাক বেশি হলে ফেরি বাড়ানো হবে বলে জানান ওই কর্মকর্তা।