সামাজিক যোগাযোগমাধ্যমে গায়ক মঈনুল আহসান নোবেল বাবা হওয়ার যে সুসংবাদ দিয়েছিলেন, তা সঠিক নয় বলে জানিয়েছেন তার স্ত্রী সালসাবিল মাহমুদ।
বুধবার বিকালে ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে ও লাইভে এসে নোবেলের স্ত্রী জানান, আমি খুবই লজ্জিত এবং আমার জানা নেই কেনো বলা হয়েছে যে হয়তো আমি প্রেগন্যান্ট। ইভেন এ ব্যাপারে আমি নোবেলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু সে করেনি। আমি প্রেগন্যান্ট নই এবং এ ঘটনায় আমি লজ্জিত।
এরপর রাতে আরেকটি স্ট্যাটাসে সালসাবিল বলেন, মাতৃত্ব ব্যাপারটা একটা মেয়ের জন্য সম্মানের ও পরম ভালোবাসার। আর এরকম একটা সেনসিটিভ ইস্যু নিয়ে মিথ্যা কাহিনি বানিয়ে গান প্রমোশন করা অপরাধের সমতুল্য।
গত ২৮ জুন নোবেল ফেসবুক স্ট্যাটাসে বাবা হওয়ার খবর জানিয়ে দোয়া চেয়ে লিখেছিলেন, ‘আলহামদুলিল্লাহ। হয়তো আমরা মা-বাবা হতে চলেছি। আমি এবং আমার সহধর্মিনীর জন্য দোয়া করবেন।’
নোবেল এ প্রজন্মের তরুণ গায়ক। জি বাংলার রিয়েলিটি শো ‘সারেগামাপা’তে অংশ নিয়ে দুই বাংলায় ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। প্রতিযোগিতার গ্রান্ড ফাইনালে উঠে আসেন তিনি। এ পর্যন্ত দুটি মৌলিক গান গেয়েছেন নোবেল।
তবে ফেসবুকে বিতর্কিত কিছু স্ট্যাটাস দিয়ে মাঝেমধ্যে সমালোচনার মুখে পড়েন নোবেল এবং পরে ক্ষমা চেয়ে বক্তব্য দেন।
২০১৯ সালের ১৫ নভেম্বর মেহরুবা সালসাবিলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন মঈনুল আহসান নোবেল।