প্রথম ওভারেই তাসকিনের আঘাত

খেলাধুলা

সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে হারারেতে একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে।

টস জিতে এবার ব্যাটিং নিলেন জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেলর। আগের ম্যাচে ফিল্ডিং নিয়ে নাস্তানাবুদ হয়েছেন নিজেদের ব্যাটিং ইনিংসে।

টেলরের এবারের পরিকল্পনা ভিন্ন। তবে টেলরের পরিকল্পনায় আঘাত হানলেন পেসার তাসকিন আহমেদ।

নিজের প্রথম ওভারেই ফিরিয়ে দিলেন ওপেনার তিনাশে কামুনহুকামুইকে। ওভারের শেষ বলটি অফ স্টাম্পের বাইরে শর্ট অব লেংথ দিয়েছিলেন তাসকিন। সেটি কাট করেছিলেন দলে ফেরা এই ওপেনার। ঠিক মতো খেলতে পারেননি। পয়েন্টে দাঁড়ানো আফিফের হাতে ক্যাচ তুলে দিয়ে মাত্র ১ রানে বিদায় নিলেন কামুনহুকামুই।

এ প্রতিবেদন লেখার সময় ৩ ওভারে ১ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ ১১ রান। ব্যাট হাতে নেমেছেন রেগিস চাকাভা।ওপেনার তাদিওয়ানাশে মারুমানি ১২ বল খেলে ৬ রানে অপরাজিত।