বগুড়ায় বান্ধবীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় যুবক খুন

বাংলাদেশ

বগুড়ার বান্ধবীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থী ছুরিকাঘাতে নিহত হয়েছে।

নিহত আল জামিউল বনি (২২) মালতিনগরের আনিছুর রহমানের ছেলে। সে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার সায়েন্সের ৫ম সেমিস্টারের শিক্ষার্থী।

শুক্রবার বিকেল সোয়া ৬টার দিকে কলোনী বটতলা এলাকায় ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

জানা যায়, বান্ধবীকে নিয়ে শহরের ঠনঠনিয়া এলাকার তাঁত ও বস্ত্র মেলায় ঘুরতে যান বনি৷ সেখানে তার বান্ধবী কে উত্যক্ত করে কিছু ছেলেরা। বনি তার প্রতিবাদ করলে তাদের সাথে বাকবিতন্ডা হয়।

এর কিছু সময় পর কলোনী চুন্নুর চাপ ঘরে খাবার শেষ করে বাড়ি ফেরার পথে আগে থেকে সেখানে অবস্থান নেয়া ওই ছেলেরা বনিকে মারধর শুরু করে। একপর্যায়ে বনির মাথায় ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা।

স্থানীয়রা আহতাবস্থায় বনিকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বনি।

নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে সদর সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপারসহ একাধিক কর্মকর্তা উপস্থিত হন।

এ বিষয়ে সদর থানার ওসি সেলিম রেজা জানান, এ ঘটনায় আসামিকে চিহ্নিত করা গেলেও এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। মরদেহ হাসপাতারের মর্গে রাখা আছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।