করোনাকালেও বিরতিহীন অধরা খান

বিনোদন

অল্প সময়ের অভিনয় ক্যারিয়ারে কাজের মাধ্যমে আলোচনায় এসেছেন প্রতিশ্রুতিশীল চিত্রনায়িকা অধরা খান। গত বছর করোনাকাল শুরু হওয়ার পর থেকে তিনটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। গত বছরের মে মাসে ওয়াহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত ‘কোভিড-১৯’ নামের একটি ছবির কাজ শুরু করেছিলেন। এটির কাজ এখন শেষ পর্যায়ে আছে।

গত বছরের অক্টোবরে সৈকত নাসিরের পরিচালনায় ‘বর্ডার’ নামের একটি ছবির কাজ শুরু করেছিলেন এই চিত্রনায়িকা। এটির সব কাজ এখন শেষ।

এছাড়া অপূর্ব রানার পরিচালনায় ‘গিভ অ্যান্ড টেইক’ নামের আরেকটি ছবির কাজও শুরু করেছিলেন গত ডিসেম্বরে। এটির ৪০ ভাগ কাজ হয়েছে।

এ ছবিগুলোর কাজ প্রসঙ্গে অধরা খান বলেন, আমি অভিনয় ক্যারিয়ারের শুরু থেকেই ভালো গল্প ও নির্মাতাদের সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছি। এটি আমার জন্য সৌভাগ্যের একটি বিষয়। এখনো সেই পথেই চলছি। এই তিনটি ছবিতেই আমি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছি। গল্পেও বৈচিত্র্যতা আছে। আশা করছি ছবিগুলো দর্শকের ভালো লাগবে।

এদিকে করোনা পরিস্থিতির উন্নতি হলে নতুন একাধিক ছবিতেও চুক্তিবদ্ধ হওয়ার কথা আছে অধরার।