বিদেশিকর্মীদের জন্য ঢাকা এখন বিশ্বের ৪০তম ব্যয়বহুল শহর।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক সংস্থা মার্কারের জরিপের ওপর ভিত্তি করে এমন তথ্য জানায় বিবিসি।
খবরে বলা হয়, ভারতের মুম্বাই ও দিল্লির চেয়েও ব্যয়বহুল শহর ঢাকা। মার্কারের তালিকায় স্থান দেওয়া হয়েছে ২০৯ শহরকে।
জরিপে হাউজিং, পরিবহন, খাদ্য ও বিনোদন খরচ বিবেচনায় নেওয়া হয়েছে।
তালিকায় শীর্ষে রয়েছে তুর্কেমেনিস্তানের রাজধানী আশখাবাদ। এর পরে রয়েছে হংকং। তার পরেই রয়েছে লেবাননের রাজধানী বৈরুত। এ তালিকায় ঢাকার অবস্থান ৪০তম। প্রতিবেশী দেশ ভারতের মুম্বাইয়ের অবস্থান ৭৮ নম্বরে আর দিল্লি রয়েছে তালিকার ১১৭ নম্বরে।