মারিও জাগালোকে হারানোর শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি ব্রাজিল। এরমধ্যে আরেক দুঃসংবাদ। ক্যানসারে আক্রান্ত হয়েছেন ব্রাজিলের কিংবদন্তি কোচ কার্লোস আলবার্তো পেরেইরা।
হজকিনস লিম্ফোমা নামের এক ধরনের ব্লাড ক্যানসার বাসা বেঁধেছে ১৯৯৪ সালে ব্রাজিলকে চতুর্থ বিশ্বকাপ জেতানো পেরেইরার শরীরে। শুক্রবার তার পরিবারের পক্ষ থেকে খবরটি নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
বিবৃতিতে জানানো হয়েছে, সাও পাওলোর একটি হাসপাতালে গত চার মাস ধরে কেমোথেরাপি দেওয়া হচ্ছে ৮০ বছর বয়সি পেরেইরাকে। স্বস্তির বিষয় হলো, নিয়মিত চিকিৎসায় বেশ ভালোভাবে সাড়া দিচ্ছে তার শরীর। কঠিন এই সময়ে পাশে থাকা ও শুভকামনা জানানো সবাইকে ধন্যবাদ জানিয়েছে পেরেইরার পরিবার।
২০১০ সালে কোচিং থেকে আনুষ্ঠানিকভাবে অবসরে যাওয়া পেরেইরা তিন দফায় বাজিল জাতীয় দলের কোচ ছিলেন। ১৯৯৪ বিশ্বকাপের পাশাপাশি তার কোচিংয়ে ২০০৪ কোপা আমেরিকা ও ২০০৫ কনফেডারেশন্স কাপ জেতে ব্রাজিল। এছাড়া ঘানা, সৌদি আরব, কুয়েত ও দক্ষিণ আফ্রিকারও কোচ ছিলেন পেরেইরা।