রাজধানীতে অভিনব এক চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তারা ছেলে হলেও চুরি করে মেয়ে সেজে! আবার সড়কে চাঁদাবাজি করে হিজরা সেজে! একটি চুরির তদন্তে বেরিয়ে আসে ধূর্ত এই চক্রের নাম। তাদের কাছ থেকে স্বর্ণ ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার দুইজন হলেন, মনির প্রকাশ হিজলা মনির প্রকাশ মণি (২৭) এবং রফিক প্রকাশ ডিমালি প্রকাশ অপরুপা প্রকাশ রূপা (২৮)। বৃহস্পতিবার বিকেলে শেরেবাংলা নগর থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গত ২৭ আগস্ট মিরপুর মডেল থানার ৬০ফিট এলাকার ট্যুর এন্ড ট্রাভেলসে দুর্ধর্ষ এক চুরি হয়। চুরি করে আড়াই লাখ টাকা, দুইটি মোবাইল ফোন নিয়ে যাওয়া হয়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় চুরি করেছে এক মেয়ে! পরে তদন্ত করে অভিযান চালিয়ে যখন গ্রেফতার করা হয় তখন দেখা যায় চোর মেয়ে নয়, ছেলে!
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতেই মেয়ে সেজে চুরি করেন তারা। ঘরে মেয়ে সেজে চুরি করলেও রাস্তায় আবার তারা সাজেন হিজরা! হিজরা সেজে তারা বিভিন্ন মানুষের কাছ থেকে চাঁদাবাজি করেন।
মাথায় ঘোমটা, হাতে ছাতা!
সাধারণত শুক্রবার ও শনিবার ছুটির দিন হলেও রফিক ও মনিরের কাছে এই দুই দিনই কাজের দিন! কারণ এসময় অফিস বন্ধ থাকে। তারা যে অফিসেই যায় সেখান ঢুকতেই মাথায় ঘোমটা দিয়ে ঢুকে! আবার রুমে ঢুকলে মাথায় ছাতাও ধরে! কারণ এসব জায়গায় সিসি ক্যামেরা থাকে। সেই ক্যামেরায় মুখ না আনার জন্যই এই ঘোমটা ও ছাতার ব্যবহার! তারা যেখানেই চুরি করে সেখানেই সিসি ক্যামেরা ভেঙে দিয়ে আসে।
ঘরে রফিক, বাইরে রূপা!
তার আসল নাম রফিক। কিন্তু বাইরে তিনি পরিচয় দেন রূপা নামে! একইভাবে আরেকজনের নাম মনির। কিন্তু তিনি বাইরে পরিচিত মণি নামেই। তারা দুইজনই ছেলে হলেও বাইরে তারা কখনও হিজরা হিসেবে, আর কখনও মেয়ে হিসেবেই পরিচয় দিতেন!
প্রায় ৪ বছর ধরে তারা চুরি করছিলেন। এ পর্যন্ত প্রায় শতাধিক চুরি করেছেন। কিন্তু মেয়ে সেজে করার কারণে অধিকাংশ সময়ই তাদের শনাক্ত করা যায়নি।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে শেরেবাংলা নগর থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে নগদ ১ লাখ ৬৮ হাজার টাকা, দুইটি মোবাইল ও ১ ভরি ৫ আনা স্বর্ণ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে দুইটি করে মামলা রয়েছে।