রাশিয়ার সেনাবাহিনী জানিয়েছে, লুহানেস্কের গুরুত্বপূর্ণ শহর সেভেরোদোনেৎস্ক শহর ছেড়ে চলে যাচ্ছে ইউক্রেনের সেনাবাহিনীর কিছু ইউনিট।
এ ব্যাপারে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানিয়েছে, সেভেরোদোনেৎস্কের জন্য লড়াই করতে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির স্বীকার হওয়া ইউক্রেনের সেনাবাহিনীর কিছু ইউনিট লাইশাইচান্সক শহরে চলে যাচ্ছে।
লাইশাইচান্সক সেভেরোদোনেৎস্কের পাশে অবস্থিত নদীর অপর প্রান্তের শহর।
তবে বিবৃতিতে তারা জানিয়েছে, ইউক্রেনের কিছু ইউনিট এখনো শহরটিতে রয়ে গেছে।
বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলেছে, ইউক্রেনের কর্মকর্তারা বুঝতে পেরেছে, সেভেরোদোনেৎস্কের ইন্ডাস্ট্রিয়াল এলাকা রক্ষা করা আর সম্ভব না। তারা তাদের একটি মিক্সড ট্যাকটিক্যাল ইউনিটকে নির্দেশ দিয়েছে আজত ফ্যাক্টরিতে থাকা ট্যাংক যেগুলোতে নিরেট ও নাইট্রিক এসিড আছে সেগুলোতে মাইন স্থাপন করতে।
এদিকে ইউক্রেনের পক্ষ থেকে অবশ্য দাবি করা হয়েছে, রাশিয়া সেভেরোদোনেৎস্কের যেসব অঞ্চল দখল করেছে সেই দখলকৃত অঞ্চলগুলোর ২০ ভাগ পুনর্দখল নিয়েছে ইউক্রেনের সেনারা।
সূত্র: আল জাজিরা