চিত্রনায়ক সাইমন করোনা আক্রান্ত

বিনোদন

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক সাইমন সাদিক করোনায় আক্রান্ত হয়েছেন। রোববার রাতে তার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।

বিষয়টি নিশ্চিত করে সাইমন সাংবাদিকদের বলেন, গত দুই দিন থেকে জ্বর ছিল। করোনার উপসর্গ থাকায় টেস্ট করাতে দিয়েছিলাম, আজ (রোববার) রাতে রিপোর্ট পজিটিভ এসেছে।

সবার কাছে দোয়া চেয়ে এ নায়ক বলেন, সবার কাছে দোয়া চাই যেন এই প্রতিকূলতা কাটিয়ে উঠতে পারি। সবাই সাবধানে ও নিরাপদে থাকুন। বর্তমানে চিকিৎসকের পরামর্শে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন সাইমন।

সাইমন চলতি সপ্তাহেই করোনার টিকার প্রথম ডোজ সম্পন্ন করেছেন৷ গত ১ আগস্ট তিনি টিকা নেন। তার দুদিন পরই জ্বরে আক্রান্ত হন। 

অভিনয় ক্যারিয়ারের শুরু থেকেই গুণী নির্মাতাদের ছবিতে অভিনয় করে আলোচিত হন চিত্রনায়ক সাইমন সাদিক। ২০১২ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘জ্বী হুজুর’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে পর্দায় অভিষেক হয় তার। ২০১৩ সালে ‘পোড়ামন’ সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয়। ‘জান্নাত’ সিনেমায় অভিনয়ের জন্য ২০১৮ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।