মোস্তাফিজকে ছাড়াই নামছে বাংলাদেশ

খেলাধুলা

সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে হারারেতে একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ।

ইতোমধ্যে টস হয়ে গেছে। টসভাগ্য গেছে আগের ম্যাচের মতো জিম্বাবুয়ের অধিনায়কের ঝুলিতে। টস জিতে গত ম্যাচে বোলিং নিয়ে হারার পর এবার মত পাল্টেছেন ব্রেন্ডন টেলর। আজ ব্যাটিং নিলেন জিম্বাবুয়ে অধিনায়ক।

আজকের ম্যাচেও একাদশে অনুপস্থিত কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। পায়ের গোড়ালির চোট সারেনি তার।

যে কারণে গত ম্যাচে ভালো বল করা শরিফুল মাঠে নামছেন আজকেও। ওপেনিংয়েও পরিবর্তন নেই। গত ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকানো লিটন দাস খেলবেন তামিমের সঙ্গে। আর মুশফিকের বিকল্প হিসেবে মোহাম্মদ মিঠুনই থাকছেন।

এক কথায় অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে বাংলাদেশ।

সিরিজে সমতা ফেরানোর ম্যাচে নিজেদের একাদশে জোড়া পরিবর্তন এনেছে জিম্বাবুয়ে।

দুইটি পরিবর্তনই ইনজুরির কারণে। চোট থাকায় এ ম্যাচে খেলা হচ্ছে না রায়ার্ন বার্ল ও টিমসেন মারুমার। এ দুজনের জায়গায় একাদশে ঢুকেছেন সিকান্দার রাজা ও তিনাশে কামুনহুকামুই।

বাংলাদেশ একাদশ:

তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

জিম্বাবুয়ে একাদশ:

ওয়েসলে মাধভের, তাদিওয়ানাশে মারুমানি, ব্রেন্ডন টেলর, ডিয়ন মায়ার্স, সিকান্দার রাজা, রেগিস চাকাভা, তিনাশে কামুনহুকামুই, লুক জঙ্গি, টেন্ডাই চাতারা, ব্লেসিং মুজুরাবানি এবং রিচার্ড এনগারাভা।