বগুড়ায় একদিনে করোনা ও উপসর্গে মৃত্যু ৭, শনাক্ত ১৭৪ জন

কোভিড-১৯

বগুড়ায় রোববার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস ও উপসর্গে সাতজনের মৃত্যু হয়েছে। এদিকে একই সময়ে ১৭৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

জেলার তিনটি হাসপাতালে চিকিৎসাধীন মৃতদের মধ্যে তিনজন করোনা পজিটিভ ছিলেন। এ ছাড়া অন্য চারজন মারা যান উপসর্গ নিয়ে।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এসব তথ্য জানান।

বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, রোববার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৮৬৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ১৭৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ঢাকা থেকে আসা ৩৯৯ জনের নমুনায় ৭১ জন, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষায় ৫৮ জন, জিন এক্সপার্ট মেশিনে ১৩ নমুনায় চারজন এবং ১৫০ জনের এন্টিজেন পরীক্ষায় ৩৩ জন করোনা পজিটিভ হন।

এ ছাড়া বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল পিসিআর ল্যাবে ১৯ জনের নমুনায় আরও আটজনের শরীরে করোনা ধরা পড়ে।

নতুন আক্রান্ত ১৭৪ জনের মধ্যে সদরে ৯০ জন, শেরপুরে ৩৮, শাজাহানপুরে ১৪, শিবগঞ্জে ১০, দুপচাঁচিয়ায় ছয়, সোনাতলায় চার, সারিয়াকান্দিতে তিন এবং কাহালু, নন্দীগ্রাম, ধুনট ও গাবতলীতে দুজন করে এবং আদমদীঘিতে একজন। এতে আক্রান্তের হার ২০ দশমিক ১৬ শতাংশ।

এ পর্যন্ত জেলায় ১৯ হাজার ৭০৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৭ হাজার ৮২৪ জন। মারা গেছেন ৬০৬ জন। বর্তমানে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন এক হাজার ২৭৯ জন।