করোনা: টাঙ্গাইলে আরও ১১ জনের মৃত্যু

কোভিড-১৯

টাঙ্গাইলে শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আটজন ও উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আরও ১৮৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ৫৬৪ জনের নমুনা পরীক্ষা করে ১৮৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। আক্রান্তের হার ৩৩ দশমিক ১৫ শতাংশ। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৩৭৩ জন। 

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের উপপরিচালক খন্দকার সাদিকুর রহমান জানান, বর্তমানে হাসপাতালে করোনা আক্রান্ত  ৮১ জন ও উপসর্গ নিয়ে ৫০ রোগী চিকিৎসাধীন। আগুন লাগার পর আইসিইউ ওয়ার্ডের সেবা বন্ধ রয়েছে। 

টাঙ্গাইলের সিভিল সার্জন আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান জানান,  দ্রুত সময়ের মধ্যে পুনরায় আইসিইউ ওয়ার্ড চালুর করার জন্য চেষ্টা অব্যাহত রয়েছে। সবাইকে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে মাস্ক ব্যবহারের আহ্বান জানান তিনি।