কোপা আমেরিকায় বাংলাদেশ সময় পরশু ভোরে বলিভিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির দল এর মধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে।
৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তারা ‘এ’ গ্রুপের শীর্ষ দল। বলিভিয়ার বিপক্ষে ম্যাচটি তাদের জন্য শুধুই আনুষ্ঠানিকতার। এ ম্যাচ খেলে আর্জেন্টিনায় ফিরবেন লিওনেল মেসি-আনহেল দি মারিয়ারা। তাহলে কোয়ার্টার ফাইনাল?
হ্যাঁ, সেমিফাইনালে ওঠার লড়াইয়ের এই ম্যাচ খেলার আগে আর্জেন্টিনা দল আবারও ফিরবে ব্রাজিলে।
খবরটি জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াসি স্পোর্টস। তাদের প্রতিবেদন অনুযায়ী, বলিভিয়ার বিপক্ষে ম্যাচটা খেলে আর্জেন্টিনার এজেইজায় ফিরবেন মেসিরা। বৃহত্তর বুয়েনস এইরেস অঞ্চল অধিভুক্ত একটি শহর এজেইজা।
সংবাদমাধ্যমটি এর আগে জানিয়েছিল, কোপা আমেরিকার জন্য আর্জেন্টিনা দল তাঁবু খাটিয়েছে তাদের দেশেই। নিজেদের দেশ থেকেই ম্যাচের আগে ব্রাজিলে গিয়ে খেলে আবার ফিরছে দেশে। তবে উরুগুয়ের বিপক্ষে ম্যাচের পর আর্জেন্টিনা দল ব্রাজিলেই ছিল। কারণ, মাঝে দুই দিন বিরতির পর তারা প্যারাগুয়ের মুখোমুখি হয়েছে।
এর আগে খবর বেরিয়েছিল, কোয়ার্টার ফাইনাল সামনে রেখে আর্জেন্টিনা দল দেশে না–ও ফিরতে পারে। প্রস্তুতিটা সারতে পারে ব্রাজিলে থেকেই। কিন্তু টিওয়াসি স্পোর্টস জানিয়েছে, তেমন হওয়ার কোনো সম্ভাবনা নেই। ম্যাচ খেলে মেসিদের দেশে ফেরার এ সিদ্ধান্ত ব্রাজিলে করোনা সংক্রমণের জন্য কি না, তা জানায়নি সংবাদমাধ্যম।
করোনা মহামারিতে দুর্বিষহ সময় পার করছে ব্রাজিল। মৃতের সংখ্যা পাঁচ লাখ পেরিয়ে গেছে। তবে কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে কিছুদিন বিরতি থাকার জন্যও দেশে ফেরার সিদ্ধান্ত নিতে পারে আর্জেন্টিনা টিম ম্যানেজমেন্ট।
বলিভিয়ার বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার প্রথম একাদশে কে কে থাকবেন, তা নিয়ে এখনো আলোচনা হচ্ছে। ছয়জন খেলোয়াড় এরই মধ্যে হলুদ কার্ড দেখেছেন। বলিভিয়ার বিপক্ষেও হলুদ কার্ড দেখলে কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না। কোচ লিওনেল স্কালোনি নিশ্চয়ই ঝুঁকিটা নিতে চাইবেন না। আর্জেন্টিনার ২৮ বছরের শিরোপা–খরা ঘোচানোর এ মিশনে শেষ আটের লড়াইয়ে পুরো প্রস্তুতি নিয়েই দল মাঠে নামাবেন তিনি। আর সে জন্যই কোয়ার্টার ফাইনালে মেসিকে ফুরফুরে শরীরে পেতে বলিভিয়ার বিপক্ষে বিশ্রাম দেওয়া হতে পারে।
৩ জুলাই কোয়ার্টার ফাইনাল ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা।