পরাজয়ের বৃত্তে আটকা পাকিস্তান

খেলাধুলা

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের লিগপর্ব থেকে বিদায়ের পর কোচ ও অধিনায়ক বদলে ফেললেও কোনো সংস্করণেই এখনো জয়ের মুখ দেখেনি পাকিস্তান। অস্ট্রেলিয়ায় তিন টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর নিউজিল্যান্ডে এসেও ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে তারা।

রোববার হ্যামিল্টনে দ্বিতীয় টি-টোয়েন্টি পাকিস্তানকে ২১ রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে নিউজিল্যান্ড। বাবর আজম ও ফখর জামানের ফিফটিও জয় এনে দিতে পারেনি পাকিস্তানকে। ১৯৫ রানের লক্ষ্য তাড়ায় তিন বল বাকি থাকতে তারা গুটিয়ে যায় ১৭৩ রানে।

ম্যাচসেরা ফিন অ্যালেনের ৪১ বলে ৭৪ রানের ঝড়ো ইনিংসে আট উইকেটে ১৯৪ রান করেছিল নিউজিল্যান্ড। হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে মাঠ ছাড়ার আগে অধিনায়ক কেইন উইলিয়ামসন ১৫ বলে করেন ২৬ রান। শেষ দিকে মিচেল স্যান্টনার করেন ১৩ বলে ২৫। ৩৮ রানে তিন উইকেট নেন হারিস রউফ।

জবাবে ১০ রানে দুই উইকেট হারালেও বাবর (৪৩ বলে ৬৬) ও ফখরের (২৫ বলে ৫০) ব্যাটে লড়াই জমিয়ে তুলেছিল পাকিস্তান। কিন্তু তৃতীয় উইকেটে তাদের ৮৭ রানের জুটি ভাঙার পর আর পেরে ওঠেনি পাকিস্তান। ৩৩ রানে চার উইকেট নিয়ে কিউইদের জয় নিশ্চিত করেন অ্যাডাম মিলনে।