রিয়েলিটি শো বিগ বস ১৩ বিজয়ী সিদ্ধার্থ শুক্লা মারা গেছেন। আজ সকালে হৃদ্রোগে আক্রান্ত হন তিনি। মুম্বাইয়ের কুপার হাসপাতালের বরাত দিয়ে খবরটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। বিগ বস ১৩ আসরে বিজয়ী হয়ে আলোচনায় আসেন সিদ্ধার্থ শুক্লা। এরপর হিন্দি টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয় হন।
একতা কাপুরের ‘ব্রোকেন বাট বিউটিফুল থ্রি’ ধারাবাহিকে অভিনয় করেছেন সিদ্ধার্থ। এ ছাড়া ‘বালিকা বধূ’ ও ‘দিল সে দিল তক’ ধারবাহিকেও অভিনয় করে আলোচিত হন।
বান্ধবী শেহনাজ গিলের সঙ্গে তাঁর বিগ বস ওটিটি সঞ্চালনা করার কথা ছিল।
১৯৮০ সালের ১২ ডিসেম্বর মুম্বাইয়ে সিদ্ধার্থ শুক্লার জন্ম। পরিবারে মা ও দুই বোন আছেন।
বিগ বস ছাড়াও ‘ঝলক দিকলা জা সিক্স’ অংশগ্রহণ করেছেন এবং ‘ফিয়ার ফ্যাক্টর: খঁতরো কি খিলাড়ি সেভেন’তে বিজয়ী হয়েছেন সিদ্ধার্থ শুক্লা ।